টি২০তে বিরাট কোহলির দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি নাকচ করলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ক্রিকেটের দুই বড় নাম নিঃসন্দেহে বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবং একই দলে যখন দুই মহাতারকা থাকেন, তখন পার্থক্য আসবেই। একাধিক সময়ে জল্পনা এসেছে এই দুই মহাতারকার মধ্যে দ্বন্দ্বের, যদিও দুজনে সেই তত্ত্ব উড়িয়েছেন।
আরও পড়ুন - আইপিএলে রোহিতের এই অপ্রিয় রেকর্ড ছুঁলেন দীনেশ কার্তিক
সাম্প্রতিক সময়ে টি২০ ক্রিকেটে রোহিত ও কোহলির ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে কোহলির কম স্ট্রাইক রেটে ব্যাট করছেন, অন্যদিকে প্রথম বল থেকে মারার মানসিকতা নিয়ে খেলছেন রোহিত শর্মা।
কিন্তু এবার প্রকাশ্যেই বিরাট কোহলির ধারণাকে নাকচ করে দিলেন রোহিত শর্মা। টি২০ ক্রিকেটে ব্যাটিংয়ের ক্ষেত্রে অ্যাঙ্কর ভূমিকা প্রয়োজন কিনা, এ নিয়ে ভিন্নমত পোষণ করেছেন কোহলি ও রোহিত।
আরও পড়ুন - আইপিএল থেকে ছিটকে গিয়ে সুবিধাই হল বিরাট কোহলির
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি বলেছেন, "অ্যাঙ্করের ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। অনেকে রয়েছে যারা এই পরিস্থিতিতে পড়েনি, যারা এই খেলাটিকে অন্যভাবে দেখেন। যখন পাওয়ারপ্লে শেষ হয়ে যায়, তখন ওরা ভাবে, 'এখন ওরা স্ট্রাইক রোটেট করছে'। যখন আপনি পাওয়ারপ্লেতে একটিও উইকেট না হারান, সাধারণত দলের সেরা খেলোয়াড় বল করতে আসেন, আপনি তখন ভাবেন প্রথম দুই ওভারে কিভাবে ওকে খেলা যায়। যাতে আপনি সেই বোলারের শেষ দুই ওভারে বড় রান করতে পারেন এবং ইনিংসের বাকি সময়টা সহজ হয়ে যায়।"
এদিকে এই অ্যাঙ্কর ভূমিকা নিয়ে রোহিত শর্মা বলেছেন, "টি২০ ক্রিকেটে অ্যাঙ্করের কোনও ভূমিকা নেই যদি না দলের রান ২০/৩ হয়, যা প্রতিদিন হয় না। যদি আপনি নিজের মানসিকতা না পাল্টান, আপনি মার খাবেন যেহেতু প্রতিপক্ষ খেলাটিকে অন্য পর্যায়ে নিয়ে যান। আমি যেভাবে খেলছি ভালো লাগছে, কিন্তু আমি অন্যান্য উপায়ে খেলতে চাই।"
ফলে স্পষ্ট, টি২০ ক্রিকেটে অ্যাঙ্করের ভূমিকা পালন করা নিয়ে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টারের দুই ভিন্ন মত, তা স্পষ্ট।