রোহিত-বিরাট জুটি গড়ল নতুন বিশ্বরেকর্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা এবং বিরাট কোহলি আবারও ক্রিকেট ইতিহাসে গড়লেন নতুন বিশ্বরেকর্ড। এশিয়া কাপের সুপার ৪-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে নতুন মাইলফলক ছুল এই ভারতীয় জুটি। একদিনের ক্রিকেটে দ্রুততম জুটি হিসাবে ৫০০০ রান করলেন বিরাট ও রোহিত। ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হায়নেসের রেকর্ড ভাঙলেন রোহিতরা।
আরও পড়ুন- একদিনের ক্রিকেটে নতুন মাইলফলক ছুঁলেন রোহিত শর্মা
গর্ডন এবং ডেসমন্ড এই রেকর্ড গড়েছিলেন ৯৭ ইনিংসে। রোহিত এবং কোহলি মাত্র ৮৬ ইনিংসেই ৫০০০ রানের পার্টনারশিপ সম্পূর্ণ করেন।
আরও পড়ুন- BCC&i আয়োজিত কর্পোরেট ফুটসল গোল্ড কাপ! কর্পোরেটদের লড়াই জিতল কে?
কোহলি-রোহিত জুটির ৫০০০ রানের এই যুগলবন্দীতে ১৮টি শতরানের পার্টনারশিপ এবং ১৫টি অর্ধশতরানের পার্টনারশিপ রয়েছে।
রোহিত-বিরাট ছাড়াও এই মাইলফলক এর আগে ছুঁয়েছে শচীন তেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলি জুটি এবং রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটি।