কুস্তিগীরদের পাশে থাকা কপিল-গাভাস্কারদের সাথে নেই বিসিসিআই সভাপতি রজার বিনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ক্রিকেটাররা সম্মিলিতভাবে একটি বিবৃতি প্রকাশ করে জানায় যে প্রতিবাদী কুস্তিগীরদের দাবি মেনে সঠিকভাবে তদন্ত করা হোক।
আরও পড়ুন - কুস্তিগীরদের প্রতি হেনস্থায় সরব ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দল
তবে নিজের সতীর্থদের এমন অবস্থানের সাথে নেই প্রাক্তন ক্রিকেটার রজার বিনি, যিনি ১৯৮৩ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। বলা বাহুল্য, বর্তমানে বিনি বিসিসিআইয়ের সভাপতি।
সংবাদ সংস্থা এএনআইকে বিনি জানিয়েছেন, কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে তিনি কোনও বিবৃতি পেশ করেননি, এবং খেলার সাথে রাজনীতিকে জুড়ে দেওয়াটা উচিত নয়।
এই নিয়ে রজার বিনি বলেছেন, "কিছু মিডিয়া রিপোর্টের জল্পনাকে তুলে ধরে বলছি, কুস্তিগীরদের প্রতিবাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনও বিবৃতি দিইনি। আমি মনে করি বিশিষ্ট আধিকারিকরা রয়েছে এই সমস্যা সমাধানের জন্য। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে, আমি মনে করি যে খেলার সাথে রাজনীতিকে জুড়ে দেওয়াটা উচিত নয়।"