ওয়েম্বলিতে ইংল্যান্ড-জার্মানি মহাযুদ্ধ দেখতে হাজির ঋষভ পন্থ, বিপদে ফেললেন কি সতীর্থদের?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইউরো ২০২০ এর শেষ ১৬ এর হেভিওয়েট লড়াইয়ে নেমেছিল ইংল্যান্ড ও জার্মানি। আর সেই ম্যাচ দেখতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন একাধিক সেলিব্রিটি। ডেভিড বেকহ্যাম, এড শিরান, প্রিন্স হ্যারি সহ অনেকেই এসেছিলেন ওয়েম্বলিতে। আর এই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ।
নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন পন্থ, যেখানে তিনি কিছু বন্ধুদের সাথে ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন। বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর কোয়ারেন্টিন থেকে ২০ দিনের বিরতি পেয়েছেন ক্রিকেটাররা। আর সেই কারণে রোহিত-বিরাট-রাহানে নিজেদের পরিবারদের সাথে ঘুরে বেড়াচ্ছেন। আর ব্যাচেলর ছেলে ঋষভ পন্থ সিদ্ধান্ত নিলেন, লন্ডনে এসে খেলা দেখা যাক!
কিন্তু খেলা দেখতে গিয়ে সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছেন পন্থ। আসলে তার ছবিতে দেখা যায়, তিনি ও তার বন্ধুরা কোনও মাস্ক পড়েননি। ওয়েম্বলির বিশাল ভিড়ের মধ্যে মাস্ক না পড়ে ঋষভ পন্থ কি আদতে বিপদ ডেকে আনলেন না তো ভারতীয় দলের জন্য?
তেমন কোনও সম্ভাবনা নেই বললেই চলে। কারণ ব্রিটিশ সরকার ও ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশিকা অনুযায়ী, কোভিড নেগেটিভ ও করোনা টিকা নেওয়া মানুষই কেবল স্টেডিয়ামে ঢুকতে পারবেন। এছাড়া গেটে সর্বদা তাপমাত্রা পরীক্ষা ও করোনা পরীক্ষার রিপোর্ট দেখা হচ্ছে। যার জেরে করোনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তা ছাড়া ভিআইপি গ্যালারিতে ছিলেন পন্থ, এবং কে বলতে পারে, কেবল ছবি তোলার জন্যই তিনি মাস্ক খুলেছিলেন! যদিও সে দেশের নিয়ম অনুযায়ী, করোনার টিকা নিলে মাস্ক পড়তে হয় না।
আগামী ৪ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর সেখানে বড় ভূমিকা থাকবে ঋষভ পন্থের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিতীয় ইনিংসে ৪১ রান করেও দলের হার বাঁচাতে পারেননি পন্থ।