সতীর্থদের সমর্থনে মঙ্গলবার ঘরের মাঠে থাকবেন ঋষভ পন্থ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় তারকা উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্থ মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচ দেখতে উপস্থিত থাকতে পারেন মাঠে। ফ্র্যাঞ্চাইজি এবং বিসিসিআই-এর দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (এসিএসইউ) থেকে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হলে তিনি ডাগ-আউটে বসতেও পারবেন বলে খবর।
দিল্লি ক্যাপিটালস ক্যাম্পের সঙ্গে জড়িত এক ব্যাক্তি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, শর্তসাপেক্ষে পিটিআইকে জানিয়েছে, “ঋষভ সবসময়ই দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ন অংশ। মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে মরসুমের প্রথম হোম ম্যাচে তার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তিনি দলের মালিকের যে ভিআইপি বক্স সেখানে থাকবেন যদি এসিএসইউ অনুমতি দেয় তবে। তিনি দলের ডাগ-আউটেও কিছু সময়ের জন্য বসতে পারেন।"
প্রসঙ্গত পন্থ গত ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন যা তাকে দীর্ঘ সময়ের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে ছিটকে দিয়েছে। তিনি তার ডান হাঁটুতে অস্ত্রোপচার করেছেন ও সবে মাত্র হাঁটা শুরু করেছেন।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে, দিল্লি তাদের অধিনায়কের জার্সি নং ১৭ ডাগ-আউটের ছাদে ঝুলিয়ে দিয়েছিল যে তিনি "সর্বদা দলের সঙ্গে আছেন"।
দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট সহ সমস্ত খেলোয়াড়ের জার্সিগুলিতে পন্থের জার্সি নম্বর লিখে তাকে সম্মান জানাবে।