IPL 2022 : ম্যাচ শুরুর আগেই হাতে নিজের স্কোর লিখে রেখেছিলেন রিঙ্কু সিং! দেখুন…

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার দুর্ধর্ষ রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে বড় ভূমিকা রাখেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই বাঁ হাতি ব্যাটার মাত্র ২২ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জেতান নাইটদের। ছয়টি চার ও একটি ছয় মেরে রাজস্থানের বোলারদের উপর দাপট তৈরি করেছিলেন রিঙ্কু।
তবে ম্যাচের পর একটি চমৎকার জিনিস দেখান রিঙ্কু। নীতিশ রানার সাথে একটি সাক্ষাৎকারের সময়, রানা রিঙ্কুকে জিজ্ঞেস করেন তার হাতের তালুতে কি লেখা আছে। তখন রিঙ্কু নিজের তালু দেখায়, যেখানে তিনি ৫০ লিখেছিলেন এবং তার পাশে হৃদয়ের একটি চিহ্ন এঁকেছিলেন। এই ভিডিওটি নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কলকাতা।
ঠিক কেমনটা হয়েছিল এই আলোচনা, চলুন জেনে নিই -
নীতিশ রানা - তুমি এটা কি লিখেছো? (তোমার হাতে)
রিঙ্কু সিং - আমার মনে হচ্ছিল যে আমি রান করব এবং আজ ম্যাচের সেরা খেলোয়াড় হব। এবং আমি হাতে ৫০ রান লিখেছি আর একটি হৃদয় এঁকেছি।
নীতিশ রানা - এসব তুমি কখন লিখলে?
রিঙ্কু সিং - আজকের ম্যাচের আগেই।
নীতিশ রানা - তুমি কি করে জানলে আজ তুমি এত রান করবে?
রিঙ্কু সিং - আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব পাওয়ার জন্য। পাঁচ বছর পর এটি এল, কিন্তু শেষ অবধি এল।
দেখুন সেই সাক্ষাৎকারের ভিডিও -