আইপিএল চলাকালীন ধোনির কাছ থেকে এই বড় পরামর্শ পেয়েছেন রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন এশিয়ান গেমসের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই বাঁ হাতি ব্যাটার গত আইপিএলে ঝড় তুলেছিলেন, আর তারই পুরষ্কার হিসেবে মিলেছে জাতীয় দলে সুযোগ।
তবে এই আইপিএল চলাকালীন পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির বিশেষ পরামর্শ, যা শেয়ার করেছেন রিঙ্কু। রিঙ্কু জানিয়েছেন, ধোনির পরামর্শ তাকে একজন ক্রিকেটার হিসেবে আরও উন্নতি করিয়েছে।
এই নিয়ে রিঙ্কু এক সর্বভারতীয় ক্রীড়া মিডিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, "মাহি ভাইয়ের সাথে আলাপচারিতাটা খুব কাজে লেগেছে। আমার মত উনিও একই অর্ডারে ব্যাটিং করতে নেমেছেন, কখনও ৫ কখনও ৬-এ। এবং কেরিয়ারের অধিকাংশ সময় ধরেই উনি এটি করেছেন, ফলে উনি এই পজিশন নিয়ে অনেকটাই জানেন।"
আরও পড়ুন - টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলতে পারবে না ভারতীয় ফুটবল দল
"আমি খুব সরলভাবে ওনাকে জিজ্ঞেস করি কিভাবে আমার খেলাটিকে উন্নত করা যায়, আর ওনার পরামর্শও খুব সরল ছিল। উনি বলেছেন, 'খুব ভালো ব্যাটিং করছো। যেটা তুমি করছো, সেটাই করতে থাকো।"
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু ১৪ ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন।