জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছেন না কেকেআরের নায়ক রিঙ্কু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৩ এর অভিযান শেষ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এবারের মরশুমে নাইটদের সব থেকে ইতিবাচক দিক হল রিঙ্কু সিং। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৩৩ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন, তবুও মাত্র ১ রানে হারে নাইটরা।
লখনউ ম্যাচ জিতলেও গোটা দেশের হৃদয় জিতে নিয়েছেন রিঙ্কু। অনেকেই দাবি করছেন, দ্রুত রিঙ্কুকে জাতীয় দলে সুযোগ দেওয়া হোক। তবে এসব নিয়ে ভাবছেন না ২৬ বছরের এই বাম হাতি ব্যাটার।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রিঙ্কু বলেছেন, "এরকম একটি মরশুম গেলে খুবই ভালো লাগে। জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে ভাবছি না, যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করব।"
লখনউয়ের বিরুদ্ধে শেষ ২ ওভারে ৪১ রান প্রয়োজন ছিল, সেই সময় মাথায় কি ঘুরছিল রিঙ্কুর? এর জবাবে রিঙ্কু বলেছেন, "আমার মাথায় সেই ৫ বলে ৫ ছক্কার ঘটনা ঘুরছিল। আমি খুব শান্ত ছিলাম আর ভাবছিলাম যেভাবে প্রয়োজন আমি মারব। শেষ ওভারে ২১ রান দরকার ছিল। নেহাৎ একটা বল মিস করেছি, নইলে আমরা জিতে যেতাম।"
চলতি আইপিএলে চারটি অর্ধশতরান ও প্রায় ১৫০ এর স্ট্রাইক রেটে ৪৭৪ রান করেছেন রিঙ্কু। আর এমন পারফর্মেন্সে আলাদা পরিচিতি পেয়েছেন রিঙ্কু। তিনি বলেছেন, "পরিবারের সবাই খুব খুশি। গত বছর থেকে লোকে আমায় চিনেছে, কিন্তু ৫টি ছক্কা মারার পর থেকে অনেক সম্মান পাচ্ছি।"
শেষে এই মরশুমে দলের পারফর্মেন্স নিয়ে রিঙ্কু বলেছেন, "আমাদের খুব ভালো দল রয়েছে। তবে প্রতিটা বিভাগে আমরা কিছু ভুল করেছি আর ক্ষণিকের দুর্ভাগ্যের জন্য আমরা প্লেঅফসে উঠতে পারলাম না।"