ভারতীয় দলে সুযোগ পেতে পারেন কেকেআরের তারকা ব্যাটার রিংকু সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার রিংকু সিং আইপিএল ২০২৩-এ তাঁর অসামান্য পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেট প্রেমীদের মনোযোগ কেড়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে, রিংকু সিং ১৫০ স্ট্রাইক রেটে ৪৭৪ রান সংগ্রহ করেছিলেন। এবার ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সফরের জন্য আলিগড়ের এই ক্রিকেটার ভারতীয় টি-২০ দলে জায়গা করে নেওয়ার খুব ভাল সুযোগ রয়েছে।
টি-টোয়েন্টিতে নতুন ফিনিশারের জন্য টিম ইন্ডিয়া তাদের পরিকল্পনা থেকে দীনেশ কার্তিককে বাদ দিয়েছেন। যদিও হার্দিক পান্ডিয়া মাঝে সেই ভূমিকা পালন করেছেন। তবে ফিনিশার হিসেবে রিংকু সিং ব্যতিক্রমী ক্ষমতা প্রদর্শন করে কলকাতা নাইট রাইডার্সকে রান তাড়া করে জয় এনে দিয়েছিলেন। যার মধ্যে গুজরাট টাইটান্সের যশ দয়ালের বিরুদ্ধে ওভারে ২৯ রান করেছিলেন।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারতীয় দল
বিসিসিআই সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ভারত সফরের জন্য ওডিআই এবং টেস্ট দল ঘোষণা করেছে। যদিও প্রাথমিকভাবে ওয়ানডেতে ফোকাস করা হয়েছে। নির্বাচকরা ইতিমধ্যেই হার্দিক পান্ডিয়াকে টি-টোয়েন্টির অধিনায়ক হিসাবে নিয়োগ করেছেন। যেহেতু টি-২০ দল এখনও প্রকাশ করা হয়নি তাই জল্পনা চলছে যে আইপিএলের অন্যতম তারকা রিংকু সিং প্রথমবার ভারতীয় দলে ডাক পেতে পারেন। সমর্থকরা আন্তর্জাতিক স্তরে রিংকু সিংয়ের সম্ভাব্য উত্থান এবং টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁকে দলে দেখার জন্য অপেক্ষা করছেন।