"রিঙ্কু সিং দলের জন্য আরও ভাল বিকল্প হতে পারতেন", জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজের জন্য সম্প্রতি দল ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলে ভালো খেলার সুবাদে মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটার তিলক বর্মা। কিন্তু দলে জায়গা হয়নি কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংয়ের। আর এরপরেই ভারতীয় ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে বিতর্কের। রিঙ্কুর অসাধারণ ব্যাটিংয়ের পরেও কেন তিনি সুযোগ পেলেন না ভারতীয় দলে? উঠছে প্রশ্ন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও মনে করছেন যে ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের সুযোগ পাওয়া উচিত ছিল।
আরও পড়ুন- কীভাবে করবেন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের টিকিট বুকিং?
আকাশ চোপড়া বলেছেন, "মিডিল অর্ডারে সুর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন। আমার মনে হয়না তিলককে তিন নম্বর পজিশোনে খেলানোর কথা ভাবছে দল। দলে সুযোগ পাওয়া দুই উইকেটকিপার স্যামসন এবং ঈশান কিষান তিন নম্বর পজিশনে ভাল খেলেন। তিলক বর্মা আইপিএলে টপ অর্ডারে ভাল ব্যাটিং করেছেন। দল যদি হার্দিক পান্ডিয়ার পরবর্তী ব্যাটার খোঁজেন তাহলে রিঙ্কু সিং আরও ভালো অপশন হতে পারত, যদিওনা তিলক ৩ নম্বরে ব্যাট করেন।"
জুলাইয়ের ১২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর।