রিপোর্ট : আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলানো হবে না বিরাট কোহলিকে! যাবেন না এই সফরেও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে চুড়ান্ত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। মাত্র দুই বার ৪০ এর ঘর পেরিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই মহাতারকা।
এবং এর জেরে অনেকেই দাবি তুলেছেন, অন্ততপক্ষে কিছু সিরিজের জন্য বিশ্রামে যাওয়া উচিত বিরাট কোহলির। কারণ সামনেই অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ, সুতরাং এই অফ ফর্ম কাটাতে বিরাটের কয়েক দিন ক্রিকেট থেকে দূরে থাকা উচিত, এমনই মনে করেন বিশেষজ্ঞরা।
এবার রিপোর্টের কথা যদি সত্যি হয়, তাহলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম নিতে পারেন বিরাট কোহলি। ইনসাইডস্পোর্টের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজ ও আয়ারল্যান্ড সফরে বিশ্রাম নিতে পারেন বিরাট। এমনটাই এই ওয়েবসাইটকে জানিয়েছেন নির্বাচকমন্ডলীর এক সদস্য।
এই নিয়ে সেই নির্বাচকমন্ডলীর সদস্য বলেছেন, "দেখুন, এটি প্রথমবার নয় যে একজন খেলোয়াড় খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটা স্বাভাবিক। আমরা এমনিও কিছু তরুণ তারকাকে সুযোগ দিতে চাইছিলাম এবং সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিতে চেয়েছিলাম। বিরাটকে বিশ্রাম দেওয়া হবে। তবে, উনি যদি খেলতে চান, তাহলে আমরা তা দেখব। দল নির্বাচন বৈঠকের আগে আমরা ওনার সাথে কথা বলব।"
শুধু বিরাট কোহলি নন, যদি রিপোর্টের কথা সত্যি হয়, তাহলে রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহকেও দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রাম দেওয়া হবে।
তবে শুধু ফর্ম নয়, বিরাট কোহলির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন নির্বাচকরা। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআইয়ের কিছু সদস্যের তরফ থেকে বিরাটকে একটি ফর্ম্যাট ছাড়ার পরামর্শ দিয়েছে।
এই নিয়ে সেই নির্বাচক সদস্য বলেছেন, "না, আমরা এই নিয়ে বিরাটের সাথে এখনও কিছু বলিনি। ওনার সেই সময় ও সুযোগ দরকার এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর অন্য। আইপিএল শেষ হলে, আমরা ওনার সাথে কথা বলব যদি উনি বিরতি নিতে চান। কিন্তু সম্ভবত, তিনি কেবল ইংল্যান্ড সিরিজেই খেলবেন, তবে পুরোটাই নির্ভর করবে যে উনি কি চান। আমরা সেই সম্মানটা তাকে দেব।"