রিপোর্ট : ভারতের দায়িত্ব ছাড়ার পর আইপিএলের এই দলের সাথে যুক্ত হতে পারেন রবি শাস্ত্রী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ এর দুই নয়া দল ঘোষিত হয়েছে - আহমেদাবাদ ও লখনউ। আগামী ডিসেম্বর মাসে নিলামের আগে তিনজন খেলোয়াড়কে আগে সই করিয়ে নিতে পারবে তারা, এছাড়া কোচ ও সাপোর্ট স্টাফ নির্বাচনের বিষয়েও কাজ চালাচ্ছে তারা।
এই পরিস্থিতিতে এবার আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি বড় চমক দিতে চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, টি২০ বিশ্বকাপের পর ভারতীয় দলের দায়িত্ব ছাড়া রবি শাস্ত্রী, ভরত অরুণ ও আর শ্রীধরকে কোচ হিসেবে নিয়োগ করবে আহমেদাবাদ।
খবর এসেছে, ইতিমধ্যেই আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি হেড কোচের জন্য প্রস্তাব পাঠিয়েছে রবি শাস্ত্রীর কাছে। এমনকি, শাস্ত্রী নিজেও আইপিএলের কোনও একটি দলে কোচিং করার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও টি২০ বিশ্বকাপের পরেই চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাস্ত্রী। এবং রবি শাস্ত্রী হেড কোচ হিসেবে এলে ভরত অরুণ ও আর শ্রীধর ওনার সাপোর্ট স্টাফের অংশ হবেন।
রিপোর্ট অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির মালিক সিভিসি ক্যাপিটালস দ্রুত কোচ নির্বাচনের কাজ সেরে রাখতে চাইছে, যাতে শুরু থেকেই দলের মধ্যে একটি নির্দিষ্ট সংস্কৃতি তৈরি করা যায় এবং সেই অনুযায়ী দল গঠন করা হবে।