রিপোর্ট : কোনও খেলোয়াড়কেই ধরে রাখবে না পাঞ্জাব কিংস, শ্রেয়স আইয়ারকে টার্গেট করল মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৩০ নভেম্বর পুরোনো আটটি দলকে তাদের রিটেইনশন তালিকা দিতে হবে। এই পরিস্থিতিতে কোন খেলোয়াড়দের ধরে রাখবে, সেই নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এই পরিস্থিতিতে এবার অত্যন্ত সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে পাঞ্জাব কিংস।
ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে, অধিনায়ক কে এল রাহুল অন্য ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন। এই পরিস্থিতিতে এবার যা জানা যাচ্ছে, তাতে কোনও খেলোয়াড়কে ধরে রাখবে না পাঞ্জাব কিংস। একাধিক রিপোর্ট অনুযায়ী, একেবারে নতুন সাজে দলটিকে সাজাবে পাঞ্জাব কিংস। আর এর জেরে ৯০ কোটি টাকার পুরো পার্স নিয়ে মেগা নিলামে নামবে পাঞ্জাব।
তবে এমনটাও শোনা যাচ্ছে, আনক্যাপড কোনও একজন খেলোয়াড়কে ধরে রাখতে পারে পাঞ্জাব। সেক্ষেত্রে রবি বিষ্ণোই ও আর্শদীপ সিংয়ের মধ্যে একজনকে রিটেইন করতে পারে পাঞ্জাব। আনক্যাপড হওয়ার কারণে, পাঞ্জাবকে কেবল চার কোটি টাকা খরচ করতে হবে কোনও একজন ধরে রাখার জন্য। এবং যে পারফর্মেন্স দেখিয়েছেন এই দুই তরুণ, তাতে এই লগ্নি যথেষ্ট লাভজনক হবে দলের জন্য।
এদিকে দিল্লি ক্যাপিটালস নিজেদের চার রিটেইন্ড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। আর তাতে নেই প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নাম। এখন বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, পাঁচবারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স শ্রেয়সকে পেতে আগ্রহ দেখিয়েছে।
রিটেইন করতে গিয়ে মুম্বইকে একাধিক তারকা খেলোয়াড়কে হারাতে হবে। আর সেই কারণে মুম্বইয়ের ছেলে শ্রেয়সকে নিলামে পেতে মরিয়া হবে মুম্বই। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং অর্ডারে শ্রেয়স বেশ বড় যোগদান হতে পারেন।