রিপোর্ট : চেন্নাইয়ের প্রথম রিটেনশন হতে চান না ধোনি, বাকিদের বেশি বেতন পাওয়ার সুযোগ দিতে চান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ৩০ নভেম্বরের মধ্যে পুরোনো আট আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেইন্ড খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংস ইতিমধ্যে তাদের চার খেলোয়াড়কে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যা খবর, তাতে চেন্নাই সুপার কিংসের প্রথম রিটেইন খেলোয়াড় হতে পারেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সেক্ষেত্রে সর্বোচ্চ ১৬ কোটি টাকার বেতন পাবেন ধোনি। তবে এবার একাধিক রিপোর্ট অনুযায়ী, প্রথম রিটেইন্ড খেলোয়াড় হতে চান না ধোনি।
জানা গিয়েছে, সিএসকের অধিনায়ক চাইছেন যাতে বাকি রিটেইন্ড খেলোয়াড়রা আরও বেশি বেতন পান। আর সেই কারণে সর্বোচ্চ বেতন পেতে প্রথম রিটেইন্ড খেলোয়াড় হতে চান না ধোনি।
একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছে, ধোনি ছাড়া রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড়কে যথাক্রমে রিটেইন করবে চেন্নাই। আর চতুর্থ রিটেইন্ড খেলোয়াড় হিসেবে মইন আলি কিংবা স্যাম কারানের একজনকে বাছাই করবে আইপিএল চ্যাম্পিয়নরা।