আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধাররা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএলে দুটি নয়া ফ্র্যাঞ্চাইজির জন্য টেন্ডার ডেকেছে বিসিসিআই। ২০০০ কোটি টাকা থেকে বিডিং শুরু হবে, এমনটাই আশা করা হয়েছে। এই পরিস্থিতিতে যা খবর, তাতে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধার গ্লেজার পরিবার এই টেন্ডার তুলেছে।
জানা গিয়েছে, একটি প্রাইভেট একুইটি কোম্পানি মারফত বিসিসিআইয়ের থেকে এই টেন্ডার তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মালিকানা। এবং এও খবর, ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধাররা বিশ্বের সেরা টি২০ লিগের এই নয়া ফ্র্যাঞ্চাইজির বিষয়ে বেশ নজর রাখছে।
টেন্ডার তোলার ক্ষেত্রে বিসিসিআই কিছু কড়া নিয়মবিধি রেখেছে। ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বিডিংয়ে কোনও সংস্থা যদি আবেদন করতে চায়, তাহলে সেই সংস্থায় গড় টার্নওভার হতে হবে ৩০০০ কোটি টাকা, কিংবা ব্যক্তিগত মূল্য ২৫০০ কোটি টাকা হতে হবে। তবেই বিড করতে পারবে সেই সংস্থা। এবং বিডিংয়ের ক্ষেত্রে যদি কোনও বিদেশি সংস্থা আবেদন করতে চায়, তবে যদি সেই বিড তারা জেতে, তবে তাদের ভারতে নিজেদের কোম্পানি খুলতে হবে।
এই বিডিং প্রক্রিয়ার সাথে যুক্ত এক সূত্র জানিয়েছে, "টেকনিক্যালি, বিদেশী ইনভেস্টররা বিড জমা দিতে পারবে যদি ওরা এই শর্তগুলি মানতে পারে। আমরা জানি না আদৌ ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধাররা বিডিংয়ে আসবেন কিনা। কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি যে ওরা আগ্রহ দেখিয়েছে।"