রিপোর্ট : অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ছাড়তে চলেছে কলকাতা, এই সুপারস্টারকে ছাড়ছে মুম্বই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মাসের শেষে পুরোনো আট আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের তাদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা পেশ করতে হবে। সর্বোচ্চ চার খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ তিন ভারতীয় ও দুই বিদেশী থাকবে। আর এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স বেশ সাহসী সিদ্ধান্ত নিতে চলেছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্স তাদের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ছাড়তে পারে। এদিকে ভারতীয়দের মধ্যে ধরে রাখা হতে পারে ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীকে। আর বিদেশীদের মধ্যে আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও প্যাট কামিন্সের একজনকে ধরে রাখতে চাইছে কলকাতা।
তবে বিদেশীদের বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। যদিও অধিনায়ক মর্গ্যানের বিদায়ের খবর বেশ অবাক করার মত। এই নিয়ে কেকেআর ম্যানেজমেন্টের এক সূত্র বলেছেন, "আইপিএল ২০২১ এ মর্গ্যানের ব্যাটিং ফর্ম বেশ উদ্বেগজনক। নেতৃত্বে ভালো অবদান রাখলেও, ব্যাটিংয়ে খারাপ ফর্মই কারণ মর্গ্যানকে এই ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে না।"
এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষে চারজন খেলোয়াড় বেছে নেওয়া বেশ মুশকিল। এটি নিশ্চিত, মুম্বই তাদের অধিনায়ক রোহিত শর্মা ও পেসার জসপ্রীত বুমরাহকে ধরে রাখবে। ইতিমধ্যেই খবর এসেছে, হার্দিক পান্ডিয়াকে ধরে রাখবে না ফ্র্যাঞ্চাইজি। এবার যা খবর, তাতে সূর্যকুমার যাদব ও ইশান কিশানের একজনকে নিলামে ছাড়বে মুম্বই।
এদিকে বিদেশী খেলোয়াড় হিসেবে কাইরন পোলার্ডকে ধরে রাখতে আগ্রহী মুম্বই। তবে এখনও বিষয়টি আলোচনা সাপেক্ষ বলেই জানা গিয়েছে। যা খবর, চতুর্থ খেলোয়াড় হিসেবে ইশান কিশানকে ধরে রাখতে চাইছে মুম্বই ম্যানেজমেন্ট।