রিপোর্ট : এই দুই দিন অনুষ্ঠিত হবে আইপিএল ২০২২ এর মেগা নিলাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানার জটিলতা নিয়ে বিসিসিআই কাজ করলেও ইতিমধ্যেই আসন্ন মেগা নিলাম নিয়ে পরিকল্পনা শেষ পর্যায়ে। এখন, একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী বছরে ফেব্রুয়ারির ৭ ও ৮ তারিখে বেঙ্গালুরুতে আয়োজিত হবে এই মেগা নিলাম।
বুধবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিক। এবারের আইপিএলে দুই নয়া দল, লখনউ ও আহমেদাবাদের অন্তর্ভুক্তির জেরে আয়োজিত হবে মেগা নিলাম। ইতিমধ্যেই আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। শুধু বিসিসিআইয়ের ছাড়পত্র মিললে দুই নয়া ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের নাম প্রকাশ করবে।
মেগা নিলাম নিয়ে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছেন, "যদি করোনা পরিস্থিতি খারাপ না হয়, আমরা মেগা নিলাম ভারতে আয়োজন করব। দুই দিনের এই ইভেন্ট আয়োজিত হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি, এবং অন্যান্য বছরের মত, আমরা বেঙ্গালুরুতে তা আয়োজন করতে চাই। ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।"
যদিও এই নিলামের বিপক্ষে রয়েছে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি। তাদের মতে, বর্তমানে আইপিএল এই নিলাম প্রক্রিয়ার থেকে অনেক দূরে সরে গিয়েছে। এবং ফ্র্যাঞ্চাইজিরা বর্তমানে একটি বিশেষ সংস্কৃতি ও পরিবেশ তৈরিতে মগ্ন রয়েছে।