রিপোর্ট : চেন্নাই-কলকাতা মহারণ দিয়ে শুরু হবে আইপিএল ২০২২, ২৫ শতাংশ দর্শক অনুমতির সম্ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আসন্ন আইপিএলের জন্য গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল, এটিও ঘোষিত হয়েছে।
এবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গতবারের দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে মহারাষ্ট্র সরকার আশ্বাস দিয়েছে, আইপিএল আয়োজনের বিষয়ে বিসিসিআইকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। অনুশীলন মাঠ ও স্টেডিয়ামের দুরত্বকে বিবেচনা করে, মুম্বইয়ের ব্যস্ত ট্রাফিককে এড়াতে ফ্র্যাঞ্চাইজিদের জন্য আলাদা রুটের ব্যবস্থা করা হবে।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও ডি ওয়াই পাটিল স্টেডিয়াম এবং পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ খেলা হবে। এদিকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠ ও দাদোজি কোন্ডাদেভ স্টেডিয়ামকে নির্বাচিত করা হয়েছে অনুশীলনের মাঠ হিসেবে।
তবে বড় প্রশ্ন হল, কত শতাংশ দর্শকের অনুমতি থাকবে এবারের আইপিএলে? এই বিষয়ে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মিলিন্দ নারভেকার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। যা জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার ২৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিতে পারে।
এছাড়া দলগুলির থাকা নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা রয়েছে, একটি পাঁচতারা হোটেলে মোট দুটি দলকে জায়গা দেওয়া হবে। অর্থাৎ পাঁচটি পাঁচতারা হোটেলে মোট ১০টি দল থাকবে।