রিপোর্ট : আইপিএলের দুই নয়া দল কিনতে এগিয়ে এলেন দীপিকা পাড়ুকোন ও রনভীর সিং

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছর থেকে আইপিএল ৮ থেকে ১০ দলের হতে চলেছে। আর এই পরিস্থিতিতে বিশ্বের সেরা টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগে দুটি নয়া দল কিনতে একাধিক বড় বড় ফ্র্যাঞ্চাইজি হাত বাড়িয়েছে। জানা গিয়েছে, স্বয়ং ম্যানচেস্টার ইউনাইটেডের কর্নধার গ্লেজার পরিবার আগ্রহ দেখিয়েছে।
এবার আরও একটি বড় নাম হাজির হয়েছে এই বিডিং লড়াইয়ে। বরং একটি নয়, দুটি নাম। বলিউডের অন্যতম সেরা জুটি তথা দুই সুপারস্টার দীপিকা পাড়ুকোন ও রনভীর সিং আইপিএলের নয়া দলের স্বত্ত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, কোনও একটি সংস্থার সাথে জোট বেঁধে আইপিএলের নয়া ফ্র্যাঞ্চাইজির স্বত্ত্ব বিড করার আগ্রহ দেখিয়েছেন বলিউডের এই হট জুটি। এমন পরিস্থিতিতে, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি বিডিংয়ে একের পর এক হেভিওয়েট নাম আসছে, তা বলা যায়।
বলিউড ও আইপিএলের সম্পর্ক সেই ২০০৮ সাল থেকেই চলে আসছে। বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কর্নধার হিসেবে রয়েছেন শাহরুখ খান ও জুহি চাওলা। কিংস ইলেভেন পাঞ্জাবের মালকিন হিসেবে রয়েছে প্রীতি জিন্টা। এক সময়ে রাজস্থান রয়্যালসের মালিকানা ছিল শিল্পা শেট্টির অধীনে। এবার সেই তালিকায় নয়া নাম আসতে চলেছে দীপিকা পাড়ুকোন ও রনভীর সিংয়ের।
এদিকে আইপিএলের দুই নয়া ফ্র্যাঞ্চাইজি কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে জিন্দাল স্টিল, সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি, আদানি গ্রুপ সহ একাধিক বড় সংস্থা।