রিপোর্ট : UAE নয়, আইপিএল ২০২২ আয়োজনে এই দুই দেশকে বিকল্প হিসেবে ভাবছে বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ নিয়ে জোর প্রস্তুতি চলছে ভারতীয় ক্রিকেটে। কিন্তু যেভাবে দেশে করোনার নয়া রুপ ওমিক্রনের প্রভাব ছড়িয়ে পড়ছে, তাতে এই মেগা টুর্নামেন্ট আয়োজন নিয়ে চিন্তা তৈরি হয়েছে বিসিসিআইয়ে। এবং দেশে অতিমারির যা পরিস্থিতি, তাতে বিসিসিআই চিন্তাভাবনায় আবারও বাইরে আইপিএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএল আয়োজনের জন্য বিসিসিআই দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে ভাবছে। এর আগে ২০০৯ সালে আইপিএল আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, এবং তা সফলভাবে আয়োজিত হয়েছিল। এদিকে গত বছর সংযুক্ত আরব আমিরশাহির পাশাপাশি শ্রীলঙ্কাও আইপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছিল।
এই নিয়ে বিসিসিআইয়ের এক সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, "আমরা সব সময় সংযুক্ত আরব আমিরশাহির উপর ভরসা করতে পারি না, তাই আমরা অন্যান্য অপশনের দিকে যাচ্ছি। দক্ষিণ আফ্রিকার সময়ের পার্থক্যও খেলোয়াড়দের জন্য সুবিধাজনক হবে।"
দক্ষিণ আফ্রিকা থেকে কেবল সাড়ে তিন ঘন্টা এগিয়ে ভারত, ফলে বেশ ভালো সময়তেই দক্ষিণ আফ্রিকায় ম্যাচ শুরু করা যাবে। ইদানিং সময়ে, অতিরিক্ত স্ট্র্যাটেজিক বিরতির কারণে ম্যাচগুলি শেষ করতে মাঝরাত হয়ে গিয়েছিল। এদিকে শ্রীলঙ্কার সময় পার্থক্যও ভারতের প্রায় সমসাময়িক।
এদিকে এই অতিমারির পরিস্থিতির মধ্যে ভারত ও ভারত এ এর বিরুদ্ধে সিরিজ দারুণভাবে পরিচালনা করেছে দক্ষিণ আফ্রিকা। এবং দক্ষিণ আফ্রিকায় জৈব বলয়ের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাচ্ছে ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকায় জৈব বলয় নিয়ে বিসিসিআইয়ের সেই সূত্র বলেছেন, "যেখানে ভারতীয় দল দ্বিতীয় টেস্টের জন্য থেকেছিল, তা বিশাল এলাকা বিস্তৃত রয়েছে। সেখানে হাঁটার জায়গা এবং একটি ছোট্ট পুকুরও রয়েছে। আর এতে খেলোয়াড়দের পক্ষে সুবিধা হয়েছে, যারা গত দুই বছর ধরে বিভিন্ন বিদেশী সফরে নিজেদের ঘরেই বন্দী ছিল।"
তবে বিসিসিআই আশাবাদী, ভারতেই এবারের আইপিএল আয়োজন করতে সক্ষম হবে তারা। তবে গত বছর থেকে শিক্ষা নিয়ে কিছুটা সতর্ক ভারতীয় ক্রিকেট বোর্ড।