রিপোর্ট : পরের আইপিএল খেলতে অস্ত্রোপচার করতে পারেন ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২৩ ফাইনালের পর চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইঙ্গিত দিয়েছিলেন, আগামী বছরের টুর্নামেন্টেও তিনি অংশ নিতে পারবেন। কিন্তু ৪১ বছর বয়সী এই অভিজ্ঞ কিপার-ব্যাটারের শরীর কতটা সক্ষম হবে পরের বছরের আইপিএল খেলার জন্য?
আরও পড়ুন - ভক্তদের জন্য অবসর ঘোষণা করলেন না, পরের বছর খেলার ইঙ্গিত দিলেন ধোনি
সদ্য আইপিএলে বাম পায়ের হাঁটু নিয়ে ভুগেছেন ধোনি, যার জন্য ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে অস্বস্তিতে দেখা গিয়েছে তাকে। যা খবর, মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে বেশ কিছু শারীরিক পরীক্ষা করাতে যাবেন ধোনি।
এদিকে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, হাঁটুতে অস্ত্রোপচার করার চিন্তাভাবনা করছেন ধোনি। তবে এই সিদ্ধান্তটি নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না ধোনি, ভেবেচিন্তে তিনি সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - পঞ্চম আইপিএল জিতে হাসপাতাল যাচ্ছেন ধোনি! কিন্তু কেন?
তবে যা সম্ভাবনা, ১০০ শতাংশ ফিট হতে ধোনিকে অস্ত্রোপচারের পরামর্শ দিতে পারেন ডাক্তাররা। কিন্তু অস্ত্রোপচারের পর রিহ্যাব সারতে বেশ কয়েক দিন লাগবে। আর এর ফলে পরের আইপিএলে ৪২ বছর বয়সী ধোনির খেলা কতটা সম্ভব হবে, সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে।
এখন বলটি অবশ্যই ধোনির কোর্টে রয়েছে, আর আগামী দিনে দেখা যাবে যে ধোনি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন কিনা।