রিপোর্ট : আগামী বছরের এই মাসে হতে চলেছে আইপিএল ২০২২ এর মেগা নিলাম!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী আইপিএল ২০২২ এর সমস্ত প্রক্রিয়া প্রায় চুড়ান্ত। ইতিমধ্যেই দুই নয়া দল ঘোষিত হয়ে গিয়েছে, এবার খেলোয়াড় ধরে রাখার বিষয়ে অন্তিম কাজ চলছে। যা খবর, পুরোনো ৮টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে, আর নিলামের আগে ফ্রি এজেন্ট থাকা খেলোয়াড়দের মধ্যে থেকে তিনজন খেলোয়াড়কে নিতে পারবে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি।
এই পরিস্থিতিতে, একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএলের পঞ্চদশ সংস্করণের মেগা নিলাম আয়োজিত হতে চলেছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য এই তথ্য দিয়েছে। আর এর জেরে আটটি পুরোনো দলকে তাদের রিটেনশন তালিকা ডিসেম্বরের মধ্যে দিতে হবে।
এই নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের সেই সদস্য বলেছেন, "আগামী সাত-আট দিনের মধ্যে আগামী মরশুমের সমস্ত দিনক্ষণ চুড়ান্ত করা হবে। আমরা সকল ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি রিটেইন করা খেলোয়াড়দের নিয়ম নিয়ে। রিটেনশনের ডেডলাইন, নিলামের অর্থ এবং তারিখ আগামী দুই দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে এবং ফ্র্যাঞ্চাইজিদের আগে জানিয়ে দেওয়া হবে।"