দুই মহারথীর মেগা দ্বৈরথ, দক্ষিণী ডার্বিতে মুখোমুখি আরসিবি বনাম সিএসকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ধোনি বনাম বিরাট, সোমবারের ম্যাচে ভারতীয় ক্রিকেটের দুই মহারথীর দ্বৈরথ। বেঙ্গালুরুর ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। দুই দলের লড়াই ছাপিয়ে বিরাট বনাম ধোনির মুখোমুখি টক্করই মুখ্য হয়ে উঠবে আজ। মহেন্দ্র সিং ধোনির বরফশীতল মস্তিষ্ক নাকি বিরাট কোহলির আগ্রাসন, খেলা শেষে বাজিমাত করবে কে? সেই নিয়েই চলছে নানাবিধ জল্পনা। চারটি করে ম্যাচ খেলেছে দুই দলই। জোড়া হার এবং জোড়া জয় নিয়ে দুই দলের পয়েন্ট চার। কেবল নেট রান-রেটের হিসেবে লীগ তালিকায় ৬ নম্বরে রয়েছে চেন্নাই আর ৭ নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স।
মুম্বইকে ঘরের মাঠে হারিয়ে শুরুটা ভালো করেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে পরপর হার তাদের প্লে-অফের বৃত্তের বাইরে এনে ফেলেছে। কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হারের ধাক্কা বিরাট কোহলিরা খানিক সামলেছেন ঘরের মাঠে দিল্লীকে হারিয়ে। সোমবার ঘরের মাঠে নামার আগে বেঙ্গালুরুকে ভরসা যোগাবে বিরাট কোহলির ফর্ম। চার ম্যাচের মধ্যে তিনটিতে ৫০ বা তার বেশী রান করেছেন তিনি। ছন্দে রয়েছেন ফাফ দু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরাও। একই সাথে আরসিবি ডাগ-আউটের প্রধান চিন্তা তাদের ডেথ বোলিং। লখনউ সুপারজায়ান্টস ম্যাচে ২১৮ রান করেও হারতে হয়েছে তাদের। তারকাসমৃদ্ধ চেন্নাইয়ের বিপক্ষে দুর্বল ডেথ বোলিং সমস্যায় ফেলতে পারে বেঙ্গালুরুকে।
হার দিয়ে মরসুম শুরু করেছিলো চেন্নাই সুপার কিংস। এরপর লখনউ এবং মুম্বইকে পরপর হারিয়ে আলোয় ফিরলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফের হারতে হয়েছে তাদের। সেই হারের রেশ দ্রুত কাটিয়ে সোমবার পঞ্চম ম্যাচে তৃতীয় জয় নিয়ে লীগ তালিকার ওপরের দিকে ওঠার চেষ্টায় থাকবে সুপার কিংসরা। টপ অর্ডারে ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কা রাহানের থেকে বড় ইনিংসের আশায় থাকবে চেন্নাই দল। কাইল জেমিসনের পরিবর্ত হিসেবে সিসান্দা মাগালাকে দলে নিয়েছে চেন্নাই। বোলিং-এর সময় তাঁকে ব্যবহার করলেও ব্যাট হাতে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা অম্বাতি রায়ডুকেই।
একনজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ:
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মাহিশ থিকশানা, সিসান্দা মাগালা, তুষার দেশপাণ্ডে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, ফাফ দু প্লেসি (অধিনায়ক), মহীপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।