বিরাটের চোট কতটা গুরুতর? উত্তর দিলেন আরসিবি কোচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ পর পর সেঞ্চুরি! তাও প্লে অফের আশা শেষ বিরাট কোহলির। রবিবার শুভমান গিলের পালটা শতরানে পরাজিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একইসাথে প্লে অফের টিকিট নিশ্চিত করে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
চলতি আইপিএলে দুর্দান্ত ছন্দে ছিলেন বিরাট। ব্যাটে তাঁর রান আসছিল প্রায় প্রতি ম্যাচেই। বিশেষত শেষ দুই ম্যাচে শতরান করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিকও এখন কোহলি। তবে আইপিএল থেকে ছিটকে যাওয়ার যন্ত্রনার পাশাপাশি কোহলির আরও এক যন্ত্রনা নিয়ে চিন্তিত ভারতীয় ক্রিকেট মহল।
প্রসঙ্গত হায়দ্রাবাদ ম্যাচে কোহলি ব্যাটিং করেছেন ১৭ ওভার ২ বল পর্যন্ত এবং গুজরাট ম্যাচে তিনি ব্যাট করেছেন সম্পূর্ণ ২০ ওভার। এর পাশাপাশি ২০ ওভার ফিল্ডিং করা। মাত্র ৪ দিনের মধ্যে দুটি ম্যাচে প্রায় পুরো ম্যাচ মাঠে থাকায় স্বাভাবিক ভাবেই চাপ সৃষ্টি করে বিরাটের শরীরে।
রবিবার ম্যাচের ১৫তম ওভারে বিজয় শংকরের ক্যাচ নেওয়ার সময় হাঁটুতে চোট পান বিরাট। এরপর মাঠ ছাড়তে হয় তাঁকে। এই চোট নিয়েই চিন্তিত সকলে। সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার আগে কি ফিট হবেন বিরাট?
আরসিবির প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার বিরাট ভক্তদের এই দুশ্চিন্তা দূর করে জানিয়ে দিয়েছেন যে বিরাটের চোট গুরুতর নয়। সঞ্জয় জানিয়েছেন, " হ্যাঁ বিরাট হাটুতে সামান্য চোট পেয়েছিলেন, কিন্তু আমার মনে হয় সেই চোট গুরুতর নয়। শেষ ৪ দিনে পর পর দুটি শতরান করেছেন তিনি। এবং বিরাট এমন একজন ক্রিকেটার যিনি ব্যাটিং ছাড়াও ফিল্ডিংয়েও দলের জন্য কিছু করতে চান। দুদিন আগে তিনি ৪০ ওভার মাঠে ছিলেন আজ ৩৫ ওভার। তিনি মাঠে তাঁর সেরাটা দিচ্ছিলেন। একটি সময় এটি চিন্তার কারণ হয়ে উঠলেও আমার মনে হয়না চোট খুব গুরুতর।"
শুভমান গিলের অসাধারণ ইনিংসে ছিটকে গেছেন বিরাট বাহিনী। এবং একই সাথে প্লে অফ খেলার সুযোগ পেয়ে যায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তবে ভারতীয় ক্রিকেট ভক্তদের এখন চিন্তা আইপিএল নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ২০২৩।