ধোনিকে খোঁচা দিয়ে পোস্ট কলকাতা নাইট রাইডার্সের, যোগ্য জবাব রবীন্দ্র জাদেজার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বরাবরই কলকাতা নাইট রাইডার্সের যম হিসেবে বিবেচিত হন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বিগত কয়েক আইপিএল ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে জাদেজা একার হাতে কলকাতার থেকে ম্যাচ বের করে নিয়ে গিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়াতেও কেকেআরকে যোগ্য জবাব দিলেন জাদেজা।
রবিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক দুর্ধর্ষ টেস্ট ম্যাচের স্বাক্ষী থাকল, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দিনে ১০২ ওভার ব্যাটিং করে মাত্র ১ উইকেট হাতে নিয়ে ম্যাচ বাঁচাল ইংল্যান্ড। আর এই দুর্ধর্ষ ম্যাচের জন্য প্রশংসায় মেতেছে সোশ্যাল মিডিয়া। টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা প্রদর্শনে সকলেই দারুণ কিছু পোস্ট করেছে।
আর এই নিয়ে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সও। কিন্তু তা করতে গিয়ে কিংবদন্তী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ট্রোল করেছে কেকেআর। আসলে, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন যখন ব্যাট করতে আসে, তখন অস্ট্রেলিয়ার সমস্ত ফিল্ডার ব্যাটারদের কাছে দাঁড়িয়েছিলেন। আর সেই মুহুর্তের ছবি ব্যবহার করে কেকেআর আর একটি ছবি কোলাজ করে, যেখানে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করার সময় একই ভাবে কেকেআরের ফিল্ডাররা দাঁড়িয়েছিল।
আর এই পোস্ট করে কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় লিখেছে, "সেই মুহুর্ত যখন টেস্ট ক্রিকেটের একটি ক্লাসিক চাল আসলে আপনাকে টি২০ ক্রিকেটের এক মাস্টার স্ট্রোকের কথা মনে করিয়ে দেয়।"
আর এই টুইটের জবাবে দারুণ জবাব দেন রবীন্দ্র জাদেজা। তিনি লেখেন, "এটি কোনও মাস্টার স্ট্রোক নয়, কেবল একটি শো অফ।" আর এই জবাবটি দারুণ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ধোনির অত্যন্ত প্রিয়পাত্র রবীন্দ্র জাদেজা। ধোনির অধীনে জাদেজার আন্তর্জাতিক কেরিয়ার বৃদ্ধি পেয়েছে, ফলে ধোনির সাথে জাদেজার সম্পর্ক অত্যন্ত সুমধুর।
দেখুন সেই টুইট -