এই জয় ধোনির জন্য! খেতাব জিতিয়ে অধিনায়ককে উৎসর্গ করলেন রবীন্দ্র জাদেজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সোমবার আইপিএল ২০২৩ ফাইনালে গুজরাট টাইটান্সকে থ্রিলার ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। এই নিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হল চেন্নাই।
কিন্তু এবারের জয়টা একেবারে স্পেশাল, কারণ হয়ত এই মরশুমটি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির শেষ হতে পারে। এই কারণে এই খেতাবটি ধোনিকে উৎসর্গ করলেন চেন্নাইয়ের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যিনি শেষ দুই বলে ১০ রান করে ম্যাচ জেতান।
ম্যাচের পর সাক্ষাতকারে জাদেজা বলেছেন, "দারুণ লাগছে নিজের ঘরের মাঠে পঞ্চম খেতাব জিততে পেরে। গুজরাটে আমার বেড়ে ওঠা, ফলে এই অনুভূতি স্পেশাল। আমি সকল সিএসকে সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের সমর্থন করার জন্য। আমি এই জয় উৎসর্গ করতে চাই এই চেন্নাই সুপার কিংস দলের বিশেষ সদস্য, মহেন্দ্র সিং ধোনিকে।"
আরও পড়ুন - থ্রিলার ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
এরপর এই ফিনিশিং নিয়ে জাদেজা বলেছেন, "আমি শুধু ভাবছিলাম আমি যত জোরে পারব মারব। কোথায় বল যাবে, সে নিয়ে ভাবছিলামই না, শুধু জোরে মারার চেষ্টাই করছিলাম। আমি নিজের উপর ভরসা রাখছিলাম আর সোজা মারা চেষ্টা করছিলাম, কারণ আমি জানতাম মোহিত স্লোয়ার বল দিতে পারেন।"