আসন্ন মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস কাদের ছাড়বে? বড় আপডেট দিলেন রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লখনউ ও আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির আগমণের সাথে সাথে, আইপিএল ২০২২ এর দামামা বেজে গিয়েছে। আগামী বছরের শুরুতে আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে, আর এই নিলামের আগে পুরোনো আটটি ফ্র্যাঞ্চাইজি চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে।
এই পরিস্থিতিতে আইপিএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পক্ষে চার খেলোয়াড় বাছাই করা বেশ কঠিন। তারকা সমৃদ্ধ দিল্লি দল থেকে একাধিক সুপারস্টার বেরিয়ে যাবেন, এটা নিশ্চিত। এবার এই নিয়ে বড় আপডেট দিলেন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
একটি সাক্ষাৎকারে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন আভাস দিয়েছেন, তাকে ধরে রাখবে না ফ্র্যাঞ্চাইজি। এমনকি, দলের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ধরে রাখবে না দিল্লি।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, "শ্রেয়স থাকবে না আমার মনে হয়। আমি নেই এখানে। তাই অন্য কেউ হয়ত আসতে হবে। আমি হয়ত জানতাম যদি আমায় নেওয়া হত।"
গত আইপিএলে দিল্লি ক্যাপিটালস শীর্ষস্থানে থেকে প্লে অফসে উঠেছিল। তবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে ছিটকে গিয়েছিল দিল্লি।