পিতা-পুত্র দুজনেরই উইকেট নিয়ে অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ডমিনিকায় শুরু হয়েছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই দুই ওপেনারকে সাজঘরে পাঠিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।১৩ ওভারের পঞ্চম বলে অশ্বিন বোল্ড করে দেন ত্যাগনারায়ণ চন্দ্রপলকে। এই উইকেটটি তুলে নিয়েই প্রথম ভারতীয় হিসেবে নয়া নজির গড়লেন ভারতের এক নম্বর অফ স্পিনার।
আরও পড়ুন: WTC ফাইনালে সুযোগ না পাওয়ার হতাশা আজও যন্ত্রণা দেয় অশ্বিনকে
এর আগে শিবনারায়ণ চন্দ্রপলকে টেস্টে অশ্বিন আউট করেছেন চারবার। এবার তুলে নিলেন তাঁর পুত্রের উইকেট। ভারতীয় হিসেবে টেস্টে এমন নজির আর কোনও বোলারের নেই। চন্দ্রপল ৪৪ বল খেলে খেলে ১২ রান করে ফেরেন। অশ্বিন তৃতীয় ভারতীয় হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলস্টোন ছুঁলেন।
প্রসঙ্গত টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ১৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়েছিল ক্যারিবিয়ানরা। দলের ৩১ রানে চন্দ্রপল ও ৩৮ রানের মাথায় ব্রাথওয়েট সাজঘরে ফিরেছিলেন। এরপর ১৮ বলে ২ রান করে শার্দুল ঠাকুরের বলে উইকেটকিপার ঈশান কিষাণের হাতে ক্যাচ দিয়েছেন রেমন রেইফার। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেট পড়েছে ৪৭ রানের মাথায়।