Ranji Trophy: বাংলার দুরন্ত বোলিংয়ে ঘরের মাঠে বোতল বন্দী নাগাল্যান্ড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ নাগাল্যান্ড তাদের ঘরের মাঠেই মুখ থুবড়ে পরেছে। নাগাল্যান্ড ক্রিকেট স্টেডিয়ামে নাগাল্যান্ডের এমন দুর্বস্থার পিছনে যার হাত রয়েছে তিনি বাংলার প্রতিভাশালী স্পিনার প্রদীপ্ত প্রামাণিক। প্রথম দিনের শেষে নাগাল্যান্ড ১৬৬ রানের বিনিময় হারিয়েছে ৯ টি উইকেট। যার মধ্যে ৫টি উইকেট প্রদীপ্তর একার।
প্রদীপ্ত নাগাল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৪৩ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। তাঁকে যোগ্য সহায়তা করেন ইশান পোরেল (১-১২) এবং শাহবাজ আহমেদ (১-৫৩)। কম আলো এবং বাজে আবহাওয়ার কারণে প্রথম দিনে মোট ৬৩ ওভার বল হয়েছে।
প্রদীপ্ত এবং শাহবাজের স্পিনের জাদুতে শুরু থেকেই চাপে ছিলেন নাগাল্যান্ডের ব্যাটসম্যানরা। নাগাল্যান্ড দলের মিডল এবং শেষ দিকের ব্যাটাররা কিছু রান করায় লজ্জার হাত থেকে বাঁচে নাগাল্যান্ড। রংসেন জনাথান এবং ইম্লিওয়াটি লেমটুর দুজনেই ২৫ রান করে করেন। এছাড়াও নাগাহো ছিশি ১৪ রান করে নাগাল্যান্ড দলকে কিছুটা সাহায্য করেন। নাগাল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন চেতন বিস্ট। তাঁর ব্যাটে রান আসে ৬৪।
প্রথম দিনে এতো কম রানে আটকে রাখায় এই ম্যাচ থেকে ভাল পয়েন্ট এর আশা দেখছেন বাংলার ক্রিকেট সমর্থকেরা।