ঘোষিত হল রঞ্জি ট্রফির নকআউটের সূচি! জেনে নিন বাংলার ম্যাচের সময়সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এর আগেই ঘোষিত হয়েছিল, চলতি রঞ্জি ট্রফির নকআউট পর্বের সমস্ত ম্যাচ আয়োজিত হবে বেঙ্গালুরুতে। এবার এই ম্যাচগুলির সূচি ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সচিব জয় শাহ সকল প্রতিযোগী দলকে সূচি ও গাইডলাইন পাঠিয়েছে।
কোয়ার্টার ফাইনালের সমস্ত ম্যাচই আয়োজিত হবে আগামী ৪ জুনে। প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলা মুখোমুখি হবে ঝাড়খন্ডের বিরুদ্ধে। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বই খেলবে উত্তরাখন্ডের বিরুদ্ধে। কর্নাটক ও উত্তরপ্রদেশ মুখোমুখি হবে তৃতীয় কোয়ার্টার ফাইনালে। এবং চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে পাঞ্জাব ও মধ্যপ্রদেশ।
সেমি ফাইনালের সমস্ত ম্যাচ আয়োজিত হবে আগামী ১২ জুন তারিখে। এবং মেগা ফাইনাল আয়োজিত হবে আগামী ২০ জুন।
বিসিসিআইয়ের গাইডলাইন অনুসারে, নকআউট পর্বের ম্যাচগুলি তুলনামূলক নমনীয় জৈব বলয়ে খেলা হবে। অতিমারি শুরু থেকে ঘরোয়া খেলোয়াড়রা রুম শেয়ার করত না। তবে নকআউট পর্ব থেকে খেলোয়াড়রা রুম শেয়ার করতে পারবে।