ফাইনালের আগে ইডেনে অনুশীলন সারল বাংলা ও সৌরাষ্ট্র, দুই দলের অধিনায়ক করলেন সৌজন্য বিনিময়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ৩৩ বছর পর রঞ্জি জয়ের হাতছানি বাংলা দলের সামনে। ৩৩ বছর আগে ইডেন গার্ডেন্সে শেষবার রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। মাঝে বেশ কয়েকবার ফাইনালে উঠলেও কাপ ছিল অধরাই। চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলা। ৩৩ বছর পর আবার রঞ্জির ফাইনালে ইডেনে নামছে বাংলা। এবার প্রতিপক্ষ সৌরাষ্ট্র। ৩ বছর আগে রাজকোটে সৌরাষ্ট্রের কাছেই ফাইনালে হেরেছিল বাংলা। এবার বদলা নেওয়ার সুযোগ অনুষ্টুপদের সামনে। তবে বঙ্গব্রিগেড বদলা নয়, ট্রফি চাইয়ের মেজাজ।
বুধবার ফাইনালের ঠিক আগের দিন দুই দল একসঙ্গে অনুশীলন সারল। এদিন সকাল-সকাল অনুশীলনে নামে বাংলা, তার ঠিক কিছুক্ষণ পরই অনুশীলনে নামে সৌরাষ্ট্র। শেষ সন্ধিক্ষণের ঠিক আগে জোরকদমে অনুশীলন করলেন মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারা। সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়াদের সামলাতে অনুশীলনে বাঁ-হাতি নেট বোলারদের ডাকে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘক্ষণ বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে নেটে ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যুরা। এদিনও নেটে বোলিং করেন কোচ লক্ষ্মীরতন শুক্লা।
তবে বাংলাকে ফাইনালে ভাবাচ্ছে ওপেনিং সমস্যা। অভিমন্যু ঈশ্বরণ ছাড়া কেউই সে ভাবে রান পাননি। করণ লালের পরিবর্তে অন্য কাউকে ভাবছে দল।তবে সেই বিষয়ে মুখ খুলতে চাননি কেউই। প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় দলে আসছেন আকাশ ঘটক। ঈশান পোড়েলের চোট থাকলেও এদিনও দলের সঙ্গে অনুশীলন করলেন। খেলতে অসুবিধে নেই। বাঁ-হাতি পেসার গীত পুরীকেও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
দুই দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গেলেও, এদিন দুই দলের অধিনায়ক মনোজ তিওয়ারি ও জয়দেব উনারকাট অনুশীলনের ফাঁকে সৌজন্য বিনিময়ও সারলেন। সব মিলিয়ে মেগা ফাইনালের আগে পারদ চড়ছে দুই শিবিরে।