রঞ্জি ট্রফি দিয়ে ভারতের ঘরোয়া মরশুম শুরু, জানুন পুরো সূচী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ঘরোয়া টুর্নামেন্ট গুলির সূচী প্রকাশিত হয়েছে। ২০২৩-২৪ রঞ্জি মরশুম শুরু হতে চলেছে আগামী ৫ই জানুয়ারী, ২০২৪ থেকে। লিগ পর্বের খেলাগুলি ১৯শে ফেব্রুয়ারী শেষ হবে৷ ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে নক-আউট পর্বের ম্যাচগুলি ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা। ফাইনাল ম্যাচ ১৪ ই মার্চ শুরু হবে।
২৮শে জুন থেকে ১৬ ই জুলাই পর্যন্ত হবে দলীপ ট্রফির ম্যাচ গুলি। এরপর দেওধর ট্রফি ২৪ শে জুলাই থেকে ৪ই আগস্ট পর্যন্ত হবে। এছাড়াও সৈয়দ মুশতাক আলী টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৬ ই অক্টোবর থেকে ৬ ই নভেম্বর পর্যন্ত হবে। এরপর বিজয় হাজারে ট্রফি ৫০-ওভারের চ্যাম্পিয়নশিপ ২৩ শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে। সাদা বলের টুর্নামেন্টে দুটি বিভাগ থাকবে: এলিট এবং প্লেট। প্রিমিয়ার বিভাগে আটটি দলের তিনটি গ্রুপ থাকবে, আর নীচের বিভাগে সাতটি দলের দুটি গ্রুপ থাকবে।
আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনের পথে ভারত, সমস্যা এক জায়গায়!
রঞ্জি ট্রফিতে, এলিট এবং প্লেট নামে দুটি বিভাগ থাকবে। এলিট বিভাগে আটটি দলের চারটি গ্রুপ এবং প্লেট বিভাগে ছয়টি দলের একটি গ্রুপ হবে।
নীচে রইল এলিট ও প্লেট গ্রুপের দলগুলি :
এলিট গ্রুপ A: সৌরাষ্ট্র, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, রাজস্থান, বিদর্ভ, হরিয়ানা, সার্ভিসেস এবং মণিপুর।
এলিট গ্রুপ B: বাংলা, অন্ধ্র, মুম্বাই, কেরালা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আসাম এবং বিহার।
এলিট গ্রুপ C: কর্ণাটক, পাঞ্জাব, রেলওয়ে, তামিলনাড়ু, গোয়া, গুজরাট, ত্রিপুরা এবং চণ্ডীগড়।
এলিট গ্রুপ D: মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, বরোদা, দিল্লি, ওড়িশা, পন্ডিচেরি এবং জম্মু ও কাশ্মীর।
প্লেট গ্রুপ: নাগাল্যান্ড, হায়দ্রাবাদ, মেঘালয়, সিকিম, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ।