ভারতের সাথে সিরিজ আয়োজনের জন্য সৌরভ গাঙ্গুলির সাথে বৈঠকে বসবেন রামিজ রাজা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তবে কি বিশ্ব টুর্নামেন্টের বাইরেও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান? রাজনৈতিক ও কূটনৈতিক কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত হয় না অনেক দিন হল। তবে এবার সিরিজে ভারতের সাথে খেলার আগ্রহ দেখাল পাকিস্তান।
মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ১৯ মার্চ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির সাথে আলোচনা করবেন তিনি, যাতে ভারত ও পাকিস্তানের মধ্যে আরও বেশি করে সিরিজ আয়োজিত হয়। যাতে আইসিসির বাকি সদস্য দেশগুলির জন্য আরও বেশি লাভ আনতে পারে।
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে ভারত ও পাকিস্তানের চতুর্দেশীয় টুর্নামেন্ট আয়োজনের জন্যও বিসিসিআইকে প্রস্তাব দেবেন রামিজ রাজা।
এই নিয়ে রামিজ রাজা বলেছেন, "আমি সৌরভ গাঙ্গুলির সাথে কথা বলব যখন আমরা দুবাইয়ে এসিসি বৈঠকে বসব। আমরা দুজনেই প্রাক্তন অধিনায়ক এবং খেলোয়াড় আর আমাদের কাছে ক্রিকেট রাজনীতির বিষয় নয়।"
"যদি ভারত এই প্রস্তাবে রাজি না হয়, আমরা পাকিস্তানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে বার্ষিক ত্রিদেশীয় ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করব।"
এদিকে রামিজ রাজা চাইছেন যাতে পরের বছর এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে আসে ভারত। এই নিয়ে রামিজ বলেছেন, "আমার মনে হয় ওরা আসবে এবং ওরা যদি পাকিস্তান না আসে তাহলে আমরা ভাবব কি করা যায়।"