টি২০ বিশ্বকাপে ভারতকে হারালে অর্থে ভরবে পাকিস্তানের কোষাগার! বার্তা রামিজ রাজার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ২৪ অক্টোবর টি২০ বিশ্বকাপের মহারণে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এখনও অবধি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় ভারত, এমনকি এবারেও ফেভারিট টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে এবার ভারতকে হারাতে মরিয়া পাকিস্তান।
এই পরিস্থিতিতে বাবর আজমের পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে বিপুল অর্থ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর এই বার্তা এসেছে স্বয়ং পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার তরফ থেকে।
'ক্রিকেট পাকিস্তান' এর রিপোর্ট অনুযায়ী, যদি পাকিস্তান ভারতকে টি২০ বিশ্বকাপে হারাতে পারে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্ল্যাঙ্ক চেক পাবে। আর এই বার্তা রামিজ রাজা বলেছেন ইন্টার প্রোভিন্সিয়াল কো-অর্ডিনেশনের সেনেট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে।
এই বৈঠকে রামিজ রাজা বলেছেন, "আইসিসির ৫০ শতাংশ অর্থে পিসিবি চলে। এদিকে আইসিসির ৯০ শতাংশ অর্থ আসে ভারতের থেকে। আমার ভয় হচ্ছে যদি ভারত আইসিসিকে অর্থ না দেয়, তাহলে পিসিবি ধসে পড়বে কারণ পিসিবি শূন্য শতাংশ অর্থ দেয় আইসিসিকে। আমি চাই পাকিস্তান ক্রিকেটকে শক্তিশালী করতে।"
"এক বড় ইনভেস্টর আমায় জানিয়েছে যে যদি পাকিস্তান ভারতকে আসন্ন টি২০ বিশ্বকাপে হারাতে পারে, তাহলে একটি ব্ল্যাঙ্ক চেক তৈরি থাকবে।"
ফলে, ভারতকে হারানোর ক্ষেত্রে নয়া মোটিভেশন পেলেন বাবর আজমরা। আর এতে কেবল লজ্জার সেই ধারাটাও ভাঙা হবে না, দেশের ক্রিকেটের অর্থেও বিপুল লগ্নি হবে, সেটিও স্পষ্ট হয়েছে।