করোনায় হারিয়েছেন বাবাকে, এবার বাবার প্রিয় আইপিএল দলে সুযোগ পেলেন রাজবর্ধন হাঙ্গারগেকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন রাজবর্ধন হাঙ্গারগেকার। আর সেই পারফর্মেন্সের সুফল পেয়েছেন রবিবার, যখন চেন্নাই সুপার কিংস দেড় কোটি টাকা দিয়ে কেনে এই তরুণ ক্রিকেটারকে।
আইপিএলে সুযোগ পেয়ে দারুণ আপ্লুত রাজবর্ধন। কিন্তু তার থেকেও স্পেশাল হল চেন্নাই সুপার কিংসে সুযোগ পাওয়াটা। কারণ এই ফ্র্যাঞ্চাইজি হল রাজবর্ধনের প্রয়াত পিতার প্রিয়। ২০২০ সালে কোভিডের জেরে প্রাণ হারান রাজবর্ধন হাঙ্গারগেকারের বাবা। আর বাবার প্রিয় দলে সুযোগ পেয়ে আবেগঘন রাজবর্ধন।
এক সর্বভারতীয় মিডিয়ার সাথে সাক্ষাৎকারে রাজবর্ধন বলেছেন, "আমার বাবা সিএসকে-কে খুব ভালোবাসত এবং আবেগের সাথে তাদের খেলা দেখত। যদি আজ বাবা বেঁচে থাকত, তাহলে খুশি হত। যেখানেই বাবা থাকুক না কেন, নিশ্চয়ই আমাদের থেকে অনেক বেশি খুশি হবে। আমার বলার মত কোনও ভাষা নেই।" আর এই কথা বলার সময় আবেগে গলা শুকিয়ে গিয়েছিল রাজবর্ধনের।
তবে অর্থের থেকেও, খেলার উপরেই ফোকাস রাখছেন তরুণ এই পেসার। তিনি বলেছেন, "টাকার থেকেও, আমার কাছে, খেলাটা জরুরি। যতদিন আমি পারফর্ম করব এই সমস্ত জিনিস আসতেই থাকবে। তাই আমার এক মাত্র ফোকাস হবে ক্রিকেটে ভালো করাটা।"
কিংবদন্তী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে ড্রেসিংরুম শেয়ার করা নিয়ে রাজবর্ধন বলেছেন, "আমি ওনার গাইডেন্স মেনে চলব। ওনার থেকে অনেক কিছু শেখার আছে।"