পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শুক্রবার ২০২৩ আইপিএল-এর গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। দুটি দলেরই ১৩ ম্যাচ খেলে পয়েন্ট সংখ্যা ১২। এই ম্যাচে যে দল জিতবে তাদের কাছে সুযোগ থাকবে প্লে অফের দৌড়ে টিকে থাকার। সঞ্জু সামসনের দল গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বড় পরাজয়ের শিকার হয়। মাত্র ৫৯ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ব্যাটিং।
বর্তমানে +০.১৪০ নেট রান রেট সহ রাজস্থান রয়্যালস রয়েছে লিগ টেবিলের ৬ নম্বরে। অন্যদিকে -০.৩০৮ নেট রান রেট সহ পাঞ্জাব রয়েছে টেবিলের ৮ নম্বর স্থানে।
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে পাঞ্জাবের বিরুদ্ধে যে সম্ভাব্য প্রথম একাদশ নামাতে চলেছে রাজস্থান রয়্যালস তা জেনে নিন।
যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, জো রুট, রবিচন্দ্রন অশ্বিন, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক) (উইকেট রক্ষক), ধ্রুব জুড়েল, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা