বাটলার-চাহালের মরুঝড়ে ক্ষান্ত কলকাতার মরিয়া চেষ্টা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও হার হজম করল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসের পর এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাই স্কোরিং লড়াইয়ে হার মানল নাইটরা। তবে দিল্লি ম্যাচের তুলনায় অনেকটা ভালো লড়াই দেখিয়েছেন শ্রেয়াস আইয়াররা, তবুও জয় হাসিল হয়নি।
প্রথমে ব্যাট করে জস বাটলার (১০৩) এর দুর্ধর্ষ শতরানের জেরে রাজস্থান ২০ ওভারে ২১৭/৫ তোলে। একা সুনীল নারাইন (২-২১) ছাড়া বাকি প্রতিটা কেকেআর বোলারই প্রচুর মার খেয়েছেন। বর্তমানের বিশ্বের অন্যতম সেরা পেসার প্যাট কামিন্স আবারও বল হাতে অর্ধশতরান দিয়ে এসেছেন। এদিকে উমেশ যাদব নিজের পুরোনো ছন্দ ভুলতে বসেছেন। মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী নিজের পুরো কোটাও পূরণ করতে পারেননি।
জবাবে শুরুতেই সুনীল নারাইন রান আউট হন। কিন্তু তারপর অ্যারন ফিঞ্চ ও শ্রেয়াস আইয়ার ঝড় তোলেন ব্র্যাবোর্ন স্টেডিয়ামে। মাত্র ২৮ বলে ৫৮ রান করে আউট হন ফিঞ্চ। কিন্তু তারপর কেকেআরের ব্যাটিংয়ের ভরাডুবি শুরু হল।
বাজে শট খেলে আউট হন নীতিশ রানা (১৮)। এদিকে রবিচন্দ্রন অশ্বিনের দুর্ধর্ষ ক্যারম বলে প্রথম বলেই আউট হন আন্দ্রে রাসেল। একা হাতে ইনিংসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শ্রেয়াস (৮৫)। কিন্তু তারপর উদয় হল চাহাল নামক এক ঘূর্ণিঝড়ের।
১৭তম ওভারে চার উইকেট তুলে নেন যুজবেন্দ্র চাহাল। তুলে নেন ভেঙ্কটেশ আইয়ার, শিবম মাভি, প্যাট কামিন্স এবং সর্বোপরি, অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। পরপর শ্রেয়াস, মাভি ও কামিন্সকে তুলে নিয়ে হ্যাটট্রিক করেন চাহাল।
যদিও শেষের দিকে কেকেআরের আশা জাগান উমেশ যাদব। ৯ বলে ২১ রান করেন উমেশ। কিন্তু ওবেদ ম্যাককয় শেষ ওভারে শেল্ডন জ্যাকসন ও উমেশের উইকেট তুলে নিয়ে রাজস্থানকে জিতিয়ে দেন।