পন্থের শতরানের পর নিজের স্বাভাবিক চরিত্র থেকে বেরিয়ে এলেন রাহুল দ্রাবিড় - দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের প্রথম দিনটি লেখা থাকবে ঋষভ পন্থের নামে। এজবাস্টনে শুরুর দিকে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল ভারত, কিন্তু তারপর ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত পার্টনারশিপে ভারত বড় রানের জায়গায় পৌঁছয়।
২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটার ১৯টি বাউন্ডারি ও চারটি ছয় মেরে ১৪৬ রানের দুর্ধর্ষ ইনিংস গড়েন। আর শতরান পাওয়ার পরে রাহুল দ্রাবিড় যে উপায়ে উচ্ছ্বাস দেখালেন, তা সত্যিই অবাক করার মত।
বরাবর শান্ত স্বভাবের এবং ঠান্ডা মস্তিষ্কের ব্যক্তিত্ব মেনে চলেন দ্রাবিড়। সে খেলোয়াড়ি জীবনই হোক বা বর্তমানে কোচিং জীবন। কিন্তু ৫৮তম ওভারে ঋষভ পন্থ দুর্ধর্ষ শতরানে যাওয়ার পরে রাহুল দ্রাবিড় যে আগ্রাসী উচ্ছ্বাস দেখালেন, তা সত্যিই ম্যাচের অন্যতম হাইলাইট।
দেখুন ভিডিও -