WWE Wrestlemania উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট KKR সহ আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন বাদেই শুরু হবে আইপিএল ২০২৩৷ তবে শুধু মাঠের খেলা নয়, সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিং বিষয় নিয়ে নানান পোস্ট করে থাকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা। এবার WWE জ্বরে মাতল দলগুলি।
সামনেই WWE এর সব থেকে বড় ইভেন্ট Wrestlemania 39, আর এর আগে এই নিয়ে বিশেষ পোস্ট করল পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার।
WWE এর দুই সুপারস্টার জন সিনা ও ট্রিপল এইচের থিম মিউজিকে নিজেদের দুই তারকা ক্রিকেটার যথাক্রমে আর্শদীপ সিং ও শিখর ধাওয়ানকে স্বাগত জানায় পাঞ্জাব কিংস।
এদিকে ভেঙ্কটেশ আইয়ার বর্তমান WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইন্সের আদলে দুর্দান্ত একটি ভিডিও পোস্ট করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যেখানে চ্যাম্পিয়নশিপ বেল্ট নিয়ে পোজও দেন ভেঙ্কটেশ।
hand knowledge of cypress lumbering. Mr. E. James Koch,. Sr., of Bowie Lumber embed Instagram code, Mr. Norman Levenson, Mr. C. W. Witbeck, professional photographers,.
বলা বাহুল্য, ভেঙ্কটেশ আইয়ার নিজে WWE এর একজন বড় ভক্ত। যার জন্য খোদ WWE থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছিল, এবং উপহার হিসেবে একটি চ্যাম্পিয়নশিপ বেল্টের রেপ্লিকা দেওয়া হয়েছিল।