তারকাদের দল ছাড়ার চাপ দিচ্ছে লখনউ দল - বিসিসিআইয়ের কাছে অভিযোগ পাঞ্জাব-হায়দ্রাবাদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আটটি পুরোনো ফ্র্যাঞ্চাইজি শেষ মুহুর্তে প্রস্তুতি নিচ্ছে খেলোয়াড়দের ধরে রাখা নিয়ে। ৩০ নভেম্বর, অর্থাৎ মঙ্গলবার এই আট পুরোনো ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে।
এই পরিস্থিতিতে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ লখনউ ও আহমেদাবাদ নজর দিচ্ছে, কোন তারকাদের ছাড়ছে বাকি আট দল। এমন অবস্থায়, বিসিসিআইয়ের কাছে বড় অভিযোগ আনছে পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ।
এই দুই ফ্র্যাঞ্চাইজির অভিযোগ, তাদের দুই সেরা খেলোয়াড় যথাক্রমে কে এল রাহুল ও রশিদ খানকে দল ছাড়ার জন্য প্রস্তাব ও চাপ দিচ্ছে আরপিএসজি মালিকানাধীন লখনউ ফ্র্যাঞ্চাইজি।
এই নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই আধিকারিক বলেছেন, "আমরা কোনও চিঠি পাইনি, তবে দুই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে লখনউ দলের বিরুদ্ধে খেলোয়াড় অধিগ্রহণ করার মৌখিক অভিযোগ এসেছে। আমরা এই বিষয়টি দেখছি, এবং সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা ভারসাম্যকে নষ্ট করতে চাই না। তবে প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে আপনি এই ধরণের বিষয়কে এড়াতে পারেন না। কিন্তু পুরোনো দলগুলির জন্য এটি ঠিক নয় যখন ওরা সব কিছু ভারসাম্যে আনার চেষ্টা করছে।"
যা খবর, কে এল রাহুল ও রশিদ খান তাদের ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চাইছেন। কে এল রাহুল পাঞ্জাব ছেড়ে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজিতে যেতে চান। এদিকে রশিদ খান চাইছেন সর্বোচ্চ বেতন, ১৪-১৬ কোটি টাকার বেতন পেতে।
তবে, যদি অভিযোগ সত্যি হয়, তাহলে লখনউ ফ্র্যাঞ্চাইজির সাথে রাহুল ও রশিদকে শাস্তি পেতে হতে পারে। ২০১০ সালে একই অভিযোগে অভিযুক্ত হয়ে সাসপেন্ড হয়েছিলেন রবীন্দ্র জাদেজা।