ইংল্যান্ডের মাটিতে হাতে-হাত মিলিয়ে খেলছে ভারত-পাকিস্তান!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৯৪৭ সালে দেশভাগের জেরে ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে গিয়েছিল, আর সেই ক্ষত আজও দুই দেশের দেশবাসীর হৃদয়ে স্পষ্ট। তবে ইংল্যান্ডের মাটিতে এক ভারতীয় ও এক পাকিস্তানি হাতে হাত মিলিয়ে খেলছেন। সেই দুইজন হলেন চেতেশ্বর পুজারা ও মহম্মদ রিজওয়ান।
চলতি মরশুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন ভারত ও পাকিস্তানের এই দুই তারকা। শুক্রবার ডারহামের বিরুদ্ধে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন পুজারা-রিজওয়ান।
পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ান ১৪৫ বলে ৭৯ রান করেন, এদিকে পুজারা ২০১ রানে অপরাজিত থাকেন। ভারত ও পাকিস্তান জাতীয় দলের দুজন তারকার এমন পার্টনারশিপ খুবই বিরল, আর সেই বিরল মুহুর্তের স্বাক্ষী থেকেছে হোভ মাঠ।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে রয়েছেন চেতেশ্বর পুজারা। ইতিমধ্যেই ডার্বিশায়ার ও উরস্টারশায়ারের বিরুদ্ধে শতরান করেছেন তিনি, যার মধ্যে ডার্বিশায়ারের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন পুজারা। এবার ডারহামের বিরুদ্ধেও দ্বিশতরান হাঁকালেন তিনি।