IPL 2022 : এই উপায়ে এখনও প্লে-অফসে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কাছে হার মানতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। আর এর জেরে টানা পাঁচ ম্যাচ হেরে অষ্টম স্থানে রয়ে গিয়েছে নাইটরা।
খারাপ পারফর্মেন্স ও প্রথম একাদশে অ-ধারাবাহিকতার জেরে অনেকেই মনে করছে, এই মরশুমে কলকাতার পক্ষে প্লে-অফসে ওঠা কার্যত অসম্ভব। তবে অঙ্ক কি বলছে? এখনও কি সম্ভব নকআউট পর্বে ওঠা?
উত্তর হল, সম্ভব। এখনও নাইটদের হাতেই রয়েছে প্লেঅফসে ওঠার ভাগ্য। কিন্তু সেক্ষেত্রে, কার্যত অপরাজেয় হয়ে নামতে হবে নাইটদের। যদি বাকি পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটাতেই জেতে, তাহলে ১৬ পয়েন্ট হবে নাইটদের। সেক্ষেত্রে প্লে-অফসে যাওয়ার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না তাদের।
তবে যদি পাঁচটির মধ্যে চারটিতে জেতে এবং একটিতে হারে, সেক্ষেত্রে নাইটদের হবে ১৪ পয়েন্ট। ফলে সেক্ষেত্রে সম্ভাবনা কিছুটা হলেও কম। যদিও এর আগে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফসে উঠেছে একাধিক দল, তবে এবার ১০টি দল রয়েছে। সুতরাং জটিলতা থাকবেই।
আর যদি দুটি ম্যাচে হেরে যায় নাইটরা, এবং বাকি তিনটিতে জয় তুলে নেয়, তাহলে ১২ পয়েন্ট হবে কেকেআরের। সেক্ষেত্রে প্লে-অফসে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়বে। যদিও এর আগে একবারই কোনও দল ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফসে উঠেছিল, তবে এবার ১০ দল থাকায় সে সম্ভাবনা নেই বললেই চলে।
সুতরাং, কলকাতাকে বাকি সমস্ত ম্যাচেই জিততে হবে, যদি প্লে-অফসে ওঠার রাস্তা নিজেদের হাতে রাখতে চায় তো!