যশস্বী-রুতুরাজদের ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত! জানালেন প্রাক্তন জাতীয় ক্রিকেট নির্বাচক কমিটি চেয়ারম্যান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা প্রাক্তন জাতীয় ক্রিকেট নির্বাচক কমিটি চেয়ারম্যান দিলীপ বেঙ্গসরকার সম্প্রতি জানিয়েছেন যে তাঁর মতে ভারতীয় দলের ভবিষ্যতে ভালো ফলাফলের জন্য সঠিক সময় সঠিক খেলোয়াড়কে সুযোগ দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেঙ্গসরকার বর্তমান ক্রিকেট নির্বাচকদের পরোক্ষভাবে সমালোচনা করেছেন।
বেঙ্গসরকার বলেছেন, "ভারতে ক্রিকেট অতি জনপ্রিয় একটি খেলা এবং আমাদের কাছে বিভিন্ন বয়সের ভালো ক্রিকেটার রয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিভাদের খুজে বের করে তাঁদের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুত করা যাতে তাঁরা পরবর্তীকালে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন। সঠিক সময় তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি।"
এর সাথে তিনি যোগ করেছেন, "আমাদের বেঞ্চের শক্তি বৃদ্ধি করতে হবে, কারণ সেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বেঞ্চ শক্তিশালী না হলে কোনো ফরম্যাটেই আপনি ভালো ফলাফল করতে পারবেন না। এবং আমি নিশ্চিত আমাদের দেশে অসাধারণ প্রতিভা রয়েছে এবং আগামী ১০-১৫ বছরে আমরা ভালো খেলতে পারি।"
আরও পড়ুন- খেলা নিয়ে আমার থেকেও আমার বাবা অনেক বেশি চিন্তায় থাকেন: রবিচন্দ্রন অশ্বিন
যশস্বীর সম্পর্কে বেঙ্গসরকার বলেছেন, "বহু তরুণ প্রতিভা বর্তমানে উঠে এসেছেন। ভবিষ্যতের জন্য যশস্বী জয়সওয়াল অন্যতম একজন ক্রিকেটার হতে চলেছেন, এছাড়াও রুতুরাজ গায়েকোয়াড়ও রয়েছেন। নির্বাচকদের ভালো কিছু দ্রুত গতির বোলার এবং স্পিনারকে খুঁজে বের করতে হবে যারা দলকে জিততে সাহায্য করবে।"
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অশ্বিনকে না খেলানো নিয়ে সম্প্রতি ক্রিকেট মহলে সমালোচনার ঝড় বয়ে যায়। দিলীপ বেঙ্গসরকার এই বিষয় বলেছেন, "দলের নির্বাচন নিয়ে কেউই খুশি নয়। আপনি সবাইকে খুসি করতে পারবেন না। সকল নির্বাচকদের নিজস্ব ভাবনা চিন্তা থাকে এবং তাঁরা সেই অনুযায়ী কাজ করেন। কিন্তু আমি নিশ্চিত যে অসংখ্য তরুণ ক্রিকেটারের সৌজন্যে ভারতের ভবিষ্যত উজ্জ্বল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা এক অসাধারণ কৃতিত্ব এবং আমি মনে করি যে ভবিষ্যতে আমরা আরও ভালো খেলব।"