বিদায় পাঞ্জাব, প্লে অফের আশা জিইয়ে রাখল রাজস্থান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইপিএল ২০২৩ থেকে বিদায় ঘটে গেল পাঞ্জাব কিংসের। শুক্রবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস। দুই দলেরই এই ম্যাচের আগে ১৩ ম্যাচে পয়েন্ট ছিল ১২। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হতো দুই দলকে। আর এই ম্যাচেই ৪ উইকেটে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস।
ধর্মশালা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট হাতে ১৮৮ রান টার্গেট দেয় পাঞ্জাব। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৮৭ রান তোলে পাঞ্জাব ব্যাটাররা। এদিন পাঞ্জাব কিংসের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়। তবে স্যাম কারান, জিতেশ শর্মা এবং শাহরুখ খানের দুরন্ত ব্যাটিংয়ে বড় রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব দল। স্যাম কারান ৩১ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাকে যোগ্য সহায়তা করেন জিতেশ (২৮ বলে ৪৪ রান) এবং শাহরুখ (২৩ বলে ৪১* রান)।
অন্যদিকে ব্যাট করতে নেমে শুরুতেই জস বাটলারের উইকেট হারায় রাজস্থান। তবে দলের অন্য ওপেনার যশস্বী তাঁর দুরন্ত ফর্ম বজায় রাখেন। যশস্বী জয়সওয়াল ৩৬ বলে ৫০ রান করে আউট হন।
তিনি ছাড়াও রাজস্থানের হয়ে অর্ধশতরান করেন দেবদুত পাডিকাল। ৩০ বলে ৫১ রান করে আউট হন দেবদুত। এরপর হেটমায়ারের ঝোড়ো ব্যাটিংয়ে (২৮ বলে ৪৬ রান) ভড় করে জয় তুলে নেয় রাজস্থান।
১৪ ম্যাচে ১৪ পয়েন্টে শেষ করল রাজস্থান রয়্যালস। প্লে অফে উঠতে হলে অন্যান্য দলের দিকে তাকিয়ে থাকবে হবে রাজস্থান দলকে।