IND vs AUS: সিরিজের মাঝেই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝে এল বড় খবর। দ্বিতীয় টেস্ট শেষ হতেই দেশে ফিরে গেলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এমনটাই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিজেদের এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, "গুরুতর পারিবারিক অসুস্থতার কারণে প্যাট কামিন্স দেশে ফিরে গিয়েছেন।"
তবে অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর, ইন্দোরে হতে চলা তৃতীয় টেস্টের আগেই অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন কামিন্স। দুই-তিন দিনের জন্যই সিডনিতে নিজের বাড়িতে গিয়েছেন কামিন্স, এমনটাই জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেহেতু দিল্লি টেস্ট তৃতীয় দিনে শেষ হয়েছে, ফলে তৃতীয় টেস্টের আগে ১০ দিনের বিরতি থাকছে। আর সেই বিরতির মাঝেই দেশে ফিরেছেন কামিন্স।
চলতি সিরিজে প্যাট কামিন্স মাত্র তিনটি উইকেট নিয়েছেন। ব্যাট হাতেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি অস্ট্রেলিয়া অধিনায়ক।
রবিবার দিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারায় ভারত। আর এই জয়ের সৌজন্যে সিরিজে ২-০ লিড নিয়েছে টিম ইন্ডিয়া।