আইপিএলে খারাপ পারফর্মেন্সের ফল! জাতীয় দল থেকেও বাদ পড়লেন প্যাট কামিন্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ শুরুর আগে থেকে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ম্যাচ উইনার হিসেবে ধরা হয়েছিল প্যাট কামিন্সকে। কিন্তু এবারের আইপিএলে মাত্র চার ম্যাচ খেলার সুযোগ পান কামিন্স, বল হাতে চুড়ান্ত ব্যর্থ হন। আর এর জেরে গত দুই ম্যাচে নাইটদের প্রথম একাদশেও সুযোগ পাননি কামিন্স।
এবার এই খারাপ পারফর্মেন্সের ফল এল আন্তর্জাতিক ক্ষেত্রেও। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক সুযোগ পেলেন না জাতীয় দলেই! আসলে, শুক্রবার শ্রীলঙ্কা সফরে টি২০ আন্তর্জাতিক সিরিজে অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি প্যাট কামিন্স।
যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে খবর, বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে। তবে সামনে টি২০ বিশ্বকাপ থাকায় এরকম একটি সিরিজকে কামিন্সকে না খেলিয়ে জল্পনা তৈরি করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
আগামী ৭ জুন থেকে শুরু হবে তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল - অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন আগার, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, ডেভিদ ওয়ার্নার, ম্যাথু ওয়েড।