IPL 2022 : গানের সুরে জিম সেশনে মেতেছেন প্যাট কামিন্স ও শ্রেয়াস আইয়ার! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে বেশ কঠিন জায়গায় রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তা সত্ত্বেও ড্রেসিংরুমের পরিবেশ বেশ হাসিখুশি নাইটদের। এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও অজি তারকা পেসার প্যাট কামিন্সকে দেখা গিয়েছে গানে-সুরে মাততে।
প্যাট কামিন্স নিজের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি ও শ্রেয়াস আইয়ার কাঁধে কাঁধ মিলিয়ে গান গাইতে শুরু করেছেন। টুইটারে কামিন্স এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, "জিমে পরিশ্রম থেকে আমাদের যে কোনও কিছু বিরত করে।" এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আগামী শনিবার নাইট রাইডার্স নিজেদের পরের ম্যাচে নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। শক্তিশালী লখনউয়ের বিরুদ্ধে কলকাতার এটি মরণ-বাঁচন লড়াই, যেখানে প্লে-অফসে ওঠার আশা জিইয়ে রয়েছে নাইটদের।