"আপনি যাবেন না আমি যাবো?" মাঠে নামা নিয়ে প্রবীণ আমরের সাথে এমনই কথোপকথন হয়েছে ঋষভ পন্থের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে থ্রিলার ম্যাচে হেরে যায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু সেই ম্যাচের অন্তিম ওভারের বিতর্ক নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। ওভারের তৃতীয় বলে ওবেদ ম্যাককয়ের বড় ফুলটস ছয় মারেন রোভম্যান পাওয়েল, কিন্তু সেটিকে নো বল দেওয়ার আবেদন করে দিল্লি ক্যাপিটালস ডাগআউট, যা দেননি আম্পায়ার।
আর এই সিদ্ধান্তের জেরে অধিনায়ক ঋষভ পন্থ ক্রিজে উপস্থিত দুই ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরে আসার নির্দেশ দেন, এমনকি সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে নেমে আম্পায়ারের সাথে তর্ক করেন। তবে এমন অভিজ্ঞ প্রবীণ আমরে হঠাৎ করে এরকম কাজ কেন করে বসলেন? সেই সময় ঠিক কি কথাবার্তা হয়েছিল আমরে-পন্থের?
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটের এক সূত্র বিশেষ তথ্য দিয়েছে। সেখানে পন্থ আমরের উদ্দেশ্যে বলেছিলেন, "স্যার, আপনি গিয়ে আম্পায়ারের সাথে কথা বলবেন, না আমি বলব?" এরপর সেই সূত্র বলেন, "সেই মুহুর্তে, আমরের মনে হয়েছিল এটি নির্বুদ্ধিতার কাজ হবে যদি অধিনায়ক মাঠে নেমে যায়, ফলে তিনি গিয়ে আম্পায়ারের সাথে কথা বলেন।"
যদিও সেই ঘটনার জন্য শাস্তি পেয়েছেন অভিযুক্তরা। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে ঋষভ পন্থ ও শার্দুল ঠাকুরকে যথাক্রমে ১০০ ও ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। এদিকে প্রবীণ আমরের ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সাথে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে।