পাকিস্তান দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত নয়! জানালেন প্রাক্তন পাকিস্তান অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আরও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন পাকিস্তান তারকা ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ। সম্প্রতি তিনি আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে নিজের মতামত জানান, যা শুনে চটে যান ভারতীয় ক্রিকেট ভক্তরা। মিয়াঁদাদের মতে যতদিন না বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবে, ততদিন পাকিস্তান দলের ভারতের মাটিতে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ সহ কোনো ম্যাচই খেলা উচিত নয়।
বিসিসিআই-এর ড্রাফট সূচী অনুযায়ী আসন্ন ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য পাকিস্তান দলের ভারতে আসার কথা। ১৫ই অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার কথা বাবর আজমের দলের। কিন্তু প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মনে করেন যে আগে ভারতীয় বোর্ডের ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠানো উচিত।
আরও পড়ুন- ক্রিকেটের ভাষায় নতুন শব্দ 'ব্রামব্রেলা'! ইংল্যান্ডের এই অভিনবত্বে অবাক ক্রিকেট বিশ্ব
মিয়াঁদাদ বলেছেন, "পাকিস্তান ২০১২ এবং ২০১৬ সালে ভারতে খেলতে গিয়েছিল। এবার ভারতীয়দের পালা পাকিস্তানে আসার।"
এর সাথে তিনি যোগ করেছেন, "আমায় যদি সিদ্ধান্ত নিতে হত, আমি কোনোদিন ভারতে ম্যাচ খেলতে যেতাম না, এমনকি বিশ্বকাপেও না। আমরা সব সময় প্রস্তুত থাকি ভারতে খেলার জন্য কিন্তু তাঁরা আসেনা পাকিস্তানে খেলতে। পাকিস্তান ক্রিকেট অনেক বড় প্রতিষ্ঠান। আমরা এখনও ভালো মানের খেলোয়াড় সরবরাহ করি। তাই আমার মনে হয়না যে, আমরা যদি ভারতে নাও যাই, এটি আমাদের আমাদের উপর কোনো পার্থক্য গড়বে বলে।"
ভারত শেষবার পাকিস্তানে খেলতে গিয়েছিল ২০০৮ সালে এশিয়া কাপে অংশগ্রহণ করতে। এরপর আর ভারতীয় দল পাকিস্তানে যায়নি ক্রিকেট খেলার জন্য। মিয়াঁদাদ মনে করেন যে ক্রীড়াকে রাজনীতির সাথে মিশিয়ে ফেলা উচিত নয়।