বিশ্বকাপে কতটা প্রস্তুত ভারত? দেশে আসবে পাকিস্তান সরকারের প্রতিনিধিরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত আসতে হবে পাকিস্তানকে। আর তার জন্য ভারতের মাঠ প্রদর্শনে আসবে পাকিস্তান সরকারের নিরাপত্তা প্রতিনিধিরা। সে দেশের ইন্টার-প্রভিশনাল কোঅর্ডিনেশন (স্পোর্টস) মন্ত্রালয়ের তরফ থেকে জানানো এমনটাই জানানো হয়েছে।
মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সরকারের বিদেশ ও অভ্যন্তরীণ মন্ত্রালয়ের পরামর্শে তৈরি হওয়া এই প্রতিনিধিদের দল ঈদের ছুটির পর ভারতে যাবে।
সেখানে গিয়ে যে যে মাঠে পাকিস্তান খেলবে, তার পর্যবেক্ষণের পাশাপাশি বিশ্বকাপের আয়োজন ও নিরাপত্তার বিষয়টিও দেখে আসবে এই প্রতিনিধি দল। আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ রয়েছে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলকাতা ও আহমেদাবাদে। এই শহরগুলিতে আসবে পাকিস্তানের প্রতিনিধি দল।
আরও পড়ুন - সূচি প্রকাশিত হলেও বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ পাকিস্তানের
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, সে দেশের সরকারের ছাড়পত্র মিললে তবেই ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারবে পাকিস্তান। ফলে এই প্রতিনিধি দলের রিপোর্টের উপর নির্ভর করবে, বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ভারতে আসবে কিনা।